
'তৃনমূলই করতাম' সিপিএমের প্রতীকে জিতে সরাসরি তৃণমূলে যোগ দিলেন গীতা হাঁসদা
জেতার পর গণনাকেন্দ্রেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ! গণনা কেন্দ্রেই দলবদল করলেন সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। সিপিএমের প্রতীকে জিতে সরাসরি তৃণমূলে যোগ দিলেন তিনি। কালনার কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৭৯ নম্বর আসনের প্রার্থী তিনি।
জেতার পর গণনাকেন্দ্রেই সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ! গণনা কেন্দ্রেই দলবদল করলেন সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। সিপিএমের প্রতীকে জিতে সরাসরি তৃণমূলে যোগ দিলেন তিনি। কালনার কাকুরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৭৯ নম্বর আসনের প্রার্থী তিনি। ভয় দেখিয়েই তাকে দলবদল করা হয়েছে অভিযোগ সিপিএমের। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।