জিতেও মিলছে না শংসাপত্র! বাগদায় রাতভর গণনা কেন্দ্রেই অবস্থান বিজয়ী বিজেপি প্রার্থীর

জেতার পরেও মিলছে না শংসাপত্র। শংসাপত্র দিতে টালবাহানা করছেন আধিকারিকরা। ভোর রাত থেকে গণনা কেন্দ্রে অপেক্ষা করছেন বিজয়ী বিজেপি প্রার্থী। উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা গণনা কেন্দ্রের ঘটনা।

Share this Video

জেতার পরেও মিলছে না শংসাপত্র। শংসাপত্র দিতে টালবাহানা করছেন আধিকারিকরা। ভোর রাত থেকে গণনা কেন্দ্রে অপেক্ষা করছেন বিজয়ী বিজেপি প্রার্থী। উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চা গণনা কেন্দ্রের ঘটনা। ৫১০০ ভোটে তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন বিজেপি প্রার্থী দিপালী বিশ্বাস। বাগদা ১ জেলা পরিষদের বিজেপি প্রার্থী দিপালী বিশ্বাস। তৃণমূল প্রার্থী শম্পা অধিকারীকে হারিয়েছেন তিনি। এরপর থেকেই তাকে আর শংসাপত্র দেওয়া হচ্ছে না। অভিযোগ বিজেপি প্রার্থী দিপালী বিশ্বাসের। শংসাপত্র না নিয়ে তিনি গণনা কেন্দ্র ছাড়বেন না।

Related Video