
West Bengal SSC Scam: সসম্মানে চাকরি ফেরতের দাবিতে প্রতিবন্ধী শিক্ষকরা! সরকারের নিরবতায় তীব্র ক্ষোভ
SSC দুর্নীতিতে রাজ্যের ৭০ জনেরও বেশি দৃষ্টিহীন শিক্ষক চাকরি হারিয়েছেন। All Bengal Blind Teachers Association-এর সভাপতি তাপস রায়ের নেতৃত্বে এই প্রতিবাদ।
SSC দুর্নীতিতে রাজ্যের ৭০ জনেরও বেশি দৃষ্টিহীন শিক্ষক চাকরি হারিয়েছেন। All Bengal Blind Teachers Association-এর সভাপতি তাপস রায়ের নেতৃত্বে এই প্রতিবাদ। মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও SSC চেয়ারম্যানকে দেওয়া হয় পুনঃনিয়োগের চিঠি। দেখুন কী বলছেন দৃষ্টিহীন শিক্ষকরা।