- Home
- West Bengal
- West Bengal News
- ডিসেম্বরের শেষেই শীতে জবুথবু বঙ্গবাসী? নতুন বছরের শুরুতে কতটা পারদ নামবে কলকাতায়?
ডিসেম্বরের শেষেই শীতে জবুথবু বঙ্গবাসী? নতুন বছরের শুরুতে কতটা পারদ নামবে কলকাতায়?
WB Winter Alerts: ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতের দাপটে কাঁপুনি শুরু বঙ্গবাসীর। সপ্তাহভর আর কতটা নামবে পারদ? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

শীতে জবুথবু বাংলা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গে শীতের প্রকোপ বাড়ছে। ঠান্ডার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস-আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও নামবে এবং কয়েকটি জেলায় বৃষ্টি বা তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গে নামছে তাপমাত্রার পারদ
রাজ্যজুড়ে শীতের দাপট ক্রমশ বাড়ছে। হাওয়া অফিস সূত্রে খবর, যে সমস্ত জায়গায় তাপমাত্রা খুব নীচে নামেনি, সেখানেও কনকনে ঠান্ডা হাওয়া ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে। রাজ্যজুড়ে ডিসেম্বরের শেষ বেলায় রয়েছে কুয়াশার মোড়ক। দক্ষিণবঙ্গের শীতে গত কয়েক দিনে নতুন এক শহর শীর্ষে পৌঁছে গিয়েছে। কলকাতায় রবিবারের চেয়ে তাপমাত্রা কমেছে সোমবারে।
আজকের তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রাও ২১.৪ ডিগ্রির বেশি ওঠেনি। আর শনিবার ছিলো মরশুমের শীতলতম দিন।
জেলায়-জেলায় হাওয়া বদল
সোমবার বাঁকুড়ায় ৯.৩ ডিগ্রিতে নেমে গিয়েছিল তাপমাত্রা। এটাই দক্ষিণবঙ্গে সর্বনিম্ন। গত কয়েক দিনেও দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাঁকুড়ায়। এ ছাড়া, আসানসোলে ৯.৫, বর্ধমানে ৯.৪, শ্রীনিকেতনে ১০, বহরমপুরে ১০, কলাইকুণ্ডায় ১০.৮, মেদিনীপুরে ১১.৫, কাঁথিতে ১১.২।
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে আগামী সাতদিন তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। তবে দক্ষিণবঙ্গে রাতের দিকে তাপামাত্রা আরও নামতে পারে। তারপর আগামী দুই থেকে তিনদিন আরও চড়বে পারদ। আপাত শীতল আবহাওয়া বজায় থাকবে রাজ্যজুড়ে।

