
West Bengal Weather Today : দক্ষিণবঙ্গের ২ জেলায় ফের তাপপ্রবাহের সতর্কতা, ৭ জুনের পর বৃষ্টি উধাও
West Bengal Weather Today : দক্ষিণবঙ্গের দুই জেলা, দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এর পাশাপাশি কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলায় গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে
West Bengal Weather Today : কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি ও পূর্ব মেদিনীপুর জেলায় গরম ও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে (৪৫.২ মিলিমিটার), এবং মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে ২২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বুধ ও বৃহস্পতিবার বিকেলের দিকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকলেও, ৭ জুনের পর থেকে আকাশে মেঘের আনাগোনা কমে যাবে এবং গরম আবহাওয়ার দরুন তাপমাত্রা বাড়তে শুরু করবে।
কলকাতায় সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি থাকলেও, মঙ্গলবার তা আরও এক ডিগ্রি বৃদ্ধি পায়। ৭ জুনের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। যদিও বুধ ও বৃহস্পতিবারের ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমবে। সিকিমে ইতিমধ্যেই স্বাভাবিকের চেয়ে দেড় গুণ বেশি বৃষ্টি হয়েছে, যা মূলত পশ্চিমী ঝঞ্ঝার ফল।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি (পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম) বাদ দিয়ে অন্যান্য জেলাগুলোতে বুধ ও বৃহস্পতিবার কোথাও কোথাও ঝড়-বৃষ্টি হতে পারে। তবে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। ৭ জুনের পর থেকে কলকাতায় তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে। দক্ষিণবঙ্গে বর্ষার আগমন এখনই না হওয়ায়, অস্বস্তিকর গরম বজায় থাকবে।