West Bengal Weather Today : বিরাট নিম্নচাপের আশঙ্কা! আর দু'দিন পর থেকেই বড় তাণ্ডব রাজ্যজুড়ে! দেখুন

West Bengal Weather Today : আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ২৫ থেকে ২৭ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎসহ।

Share this Video

West Bengal Weather Today : আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ২৫ থেকে ২৭ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎসহ। তবে ২৮ মে থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে।

উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ২৮ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৯ ও ৩০ মে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও কলকাতাতেও ভারী বৃষ্টি হতে পারে। ৩১ মে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত বেশি থাকবে, অন্য এলাকাগুলিতে কমে আসবে।

বঙ্গোপসাগরে ২৭ মে একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় মৎস্যজীবীদের জন্য ২৮ মে থেকে সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতায় ২৮ থেকে ৩১ মে পর্যন্ত মেঘলা আকাশ ও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা থাকবে ৩১–৩৩ ডিগ্রির মধ্যে, রাতে ২৫–২৬ ডিগ্রির কাছাকাছি।

উত্তরবঙ্গে ২৫ থেকে ২৮ মে পর্যন্ত হালকা বৃষ্টি হলেও ২৯ মে থেকে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি শুরু হবে। ৩০–৩১ মে এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়েও ৩১ মে বৃষ্টিপাত হতে পারে।

এদিকে, বর্ষা কেরালায় ২৪ মে আগেভাগে প্রবেশ করেছে। আগামী তিন দিনের মধ্যে উত্তর-পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Related Video