সংক্ষিপ্ত

ঘূর্ণিঝড় রেমালের কল্যাণে এবার পশ্চিমবঙ্গে বর্ষার আগমনের পথে যাবতীয় বাধা দূর হয়ে গিয়েছে। ক্ষতি করার বদলে এবার হয়তো রাজ্যের উপকারই করেছে ঘূর্ণিঝড়।

সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহে পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে। গত কয়েক বছরে বর্ষার আগমন পিছিয়ে গিয়েছে। কিন্তু এবার মে মাস শেষ হওয়ার আগেই রাজ্যে চলে এল বর্ষা। বৃহস্পতিবার জানা গিয়েছিল, কেরালায় প্রবেশ করেছে বর্ষা। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর ঘোষণা করল, পশ্চিমবঙ্গে বর্ষার আগমন ঘটেছে। দেড় দশক পর পশ্চিমবঙ্গে জুনের আগেই বর্ষা প্রবেশ করল। শেষবার এই ঘটনা দেখা গিয়েছিল ২০০৯ সালে। সেবারও ঘূর্ণিঝড়ের ফলেই বর্ষার আগমন দ্রুত হয়েছিল। ২০০৯ সালের ২৫ মে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আয়লা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ঘূর্ণিঝড়ের প্রভাব টের পাওয়া গিয়েছিল। এবার ২৬ মে রাজ্যের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড়ে অবশ্য তেমন কোনও ক্ষতি হয়নি। তবে ঘূর্ণিঝড়ের ফলে বর্ষা এগিয়ে এল।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস দেখা যায়। শুক্রবার সারাদিনই মেঘলা ছিল। তবে আপাতত দক্ষিণবঙ্গের চেয়ে বর্ষার বৃষ্টি উত্তরবঙ্গে বেশি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। এর ফলে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর, মালদাতেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গে কবে শুরু হবে বর্ষার বৃষ্টি?

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিলেও, এখনই দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দফতর। নিম্নচাপের ফলে বৃষ্টি হলেও, দক্ষিণবঙ্গের বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি। ফলে অস্বস্তি অব্যাহত। বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেলে তখন এই অস্বস্তি থাকবে না। রাজ্যে সরকারিভাবে বর্ষা প্রবেশ করায় কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের মানুষও গরমের হাত থেকে রেহাই পাবেন বলে আশা তৈরি হয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Heatwave: পারদ পৌঁছল ৫৬ ডিগ্রি সেলসিয়াসে, তীব্র গরমে হাঁসফাস নাগপুরের বাসিন্দাদের

রাতভোর বৃষ্টিতে ভিজল কলকাতা-শহরতলি, দোসর মেঘগর্জন, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

শেষদফা ভোটে ঝড়বৃষ্টি অশনি সংকেত, রইল ৯ কেন্দ্রে আবহাওয়ার পূর্বাভাস