সংক্ষিপ্ত

সন্দীপের বাড়ি ও শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে কী কী পাওয়া গেল? সিবিআইয়ের হাতে এল বড় তথ্য প্রমাণ

আরজিকরকাণ্ডের তদন্ত করছে সিবিআই। এবার তদন্তকালীন মোট ৭ জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। আর তাতেই উদ্ধার হয়েছ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এ ছাড়া উদ্ধার করা হয়েছে স্ত্রী সঙ্গীতা ঘোষের সম্পত্তি সংক্রান্ত নথি এবং বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইস।

শুক্রবার সন্দীপ ঘোষের বাড়ির পাশাপাশি একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। ইডির তরফে জানানো হয়েছে সন্দীপ এবং তাঁর স্ত্রী সঙ্গীতা রাজ্য সরকারের থেকে অনুমোদন না নিয়েই দুটি সম্পত্তি কিনেছিলেন। ২০২১ সালেও স্ত্রীয়ের নাম একটা সম্পত্তি কেনে সন্দীপ। সেটির যথাযথ অনুমোদন ছিল। সেই সময় আরজিকরের অধ্যক্ষ ছিলেন সন্দীপ এবং আরজিকরের সহকারী অধ্যাপক ছিলেন তাঁর স্ত্রী।

ইডি মারফত জানা গিয়েছে, তল্লাশির সময় সম্পত্তি সম্পর্কিত নথি, যেমন মুর্শিদাবাদে একটি ফ্ল্যাট, কলকাতায় তিনটি ফ্ল্যাট, সন্দীপ এবং সঙ্গীতার কলকাতার দু’টি বাড়ি এবং তাঁদের মালিকানাধীন একটি খামারবাড়ি সম্পর্কিত বেশ কিছু নথি পাওয়া গিয়েছে। এই সমস্ত সম্পত্তি দুর্নীতির টাকায় কেনা হয়েছে বলে সন্দেহ করছে ইডি।

ইতিমধ্যেই সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত প্রসূনকে ও গ্রেফতার করেছে ইডি। এই সমস্ত নথি থেকে আর্থিক কারচুপির একের পর এক নথি হাতে আসছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।