- Home
- West Bengal
- West Bengal News
- ডিসেম্বর মাসে কবে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? হঠাৎ বড় আপডেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ডিসেম্বর মাসে কবে পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? হঠাৎ বড় আপডেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
- FB
- TW
- Linkdin
পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar), কৃষক বন্ধু ও বিধবা ভাতা প্রকল্প।
রাজ্যের অধিবাসীদের জন্য একাধিক সুবিধায় তুলে দেয় রাজ্য সরকার। আর এই প্রকল্পগুলি (Government Scheme) আলাদা আলাদা ভাবে সুবিধা প্রদান করে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরম্ভ হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে মহিলাদের ১০০০ টাকা ও ১২০০ টাকার আর্থিক সাহায্য করে। প্রচুর মহিলা এই প্রকল্প দ্বারা উপকৃত।
রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পটি কৃষকদের সাহায্য করছে। বিধবা ভাতা প্রকল্পটি স্বামীহারা মহিলাদের সাহায্য করে। প্রত্যেকটি প্রকল্পের মাধ্যমেই রাজ্য সরকার পশ্চিমবঙ্গের জনসাধারণের কাছে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
প্রতিবছর এই প্রকল্প গুলিতে প্রচুর সংখ্যক মানুষ আবেদন জমা করেন। আর আবেদন জমা করার পর সকলেই চান কবে আর্থিক সাহায্য আসবে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে।
এরমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, রাজ্যের অন্যতম বৃহৎ প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর প্রাপকের সংখ্যা রেকর্ড ছুঁয়েছে।
এই মুহূর্তে প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন ২ কোটি ২১ লক্ষ মহিলা। সম্প্রতি নতুন করে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলা যুক্ত হয়েছেন এই প্রকল্পে।
রাজ্য সরকারের তরফে এই প্রকল্পে এখন পর্যন্ত ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা খরচ হয়েছে এবং আরও ৬২৫ কোটি টাকা খরচ হবে।
যদি একজন উপভোক্তা লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করেন তাহলে দেখতে পাবেন মাসের ঘরে ডিসেম্বর লেখাটা চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে লেখা চলে এসেছে যে পেমেন্ট আন্ডার প্রসেস।
সেই কারণে এই ডিসেম্বর মাসের ৭ তারিখের মধ্যেই লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা প্রত্যেক উপভোক্তা নিজের ব্যাংকে পেয়ে যাবেন।
তবে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয়, রাজ্য সরকারের অন্যান্য প্রকল্প যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এছাড়াও, প্রতিবন্ধী ভাতা, এবং জয় জোহার, তপশিলি বন্ধু এই সকল ভাতা প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসের ১৫ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।