
'খাল সাঁতরে ভারতে ঢুকেছিলাম' আজ কেন পালাচ্ছেন? কী বলল দেখুন
SIR Update West Bengal : হাকিমপুর সীমান্তে অবৈধ প্রবেশ ও সন্দেহজনক পণ্য পাচার রোধে কড়া চেকিং শুরু করেছে উত্তর ২৪ পরগনার জেলা পুলিশ। এসআইআর লাঘু হওয়ার পর গত কয়েকদিনে মোট ১,৭২০ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজ দেশে ফিরে গেছে। হাকিমপুর চেকপোস্টে বাংলাদেশিদের নথিপত্র যাচাই, ভারতীয় নথিপত্র বাজেয়াপ্ত করে ফরেনার অ্যাক্টে লিপিবদ্ধ করছে প্রশাসন। সীমান্ত রোডে প্রতিটি গাড়িতে তল্লাশি, ভোটার আইডি ও পরিচয়পত্র যাচাইয়ে কঠোর নজরদারি জারি।