সংক্ষিপ্ত

সন্দীপ ঘোষের আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। হাসপাতালের প্রাক্তন কর্মীর আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করেছিলেন সন্দীপ। বিচারপতিরা প্রশ্ন তুলেছেন, তদন্তে আপত্তি কেন?

সন্দীপ ঘোষের আর্জি এক কথায় খারিজ করল সুপ্রিম কোর্ট। সন্দীপের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করেছিলেন হাসপাতালের প্রাক্তন অ্যাসিটেন্ট সুপার আখতার আলি।

গত ২৩ অগাস্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে সন্দীপ। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি হয়।

সন্দীপের মামলার আর্জি শুনেই তা খারিজ করে দিন সন্দীপ। এ প্রসঙ্গে বিচারপতি বলেন, " এটা নিয়ে কি কোনও বিতর্ক রয়েছে যে ধর্ষণ ও খুনের ঘটনা যখন ঘটে আপনিই ছিলেন হাসপাতালের অধ্যক্ষ"

ডিওয়াই চন্দ্রচূড় ছাড়াও এদিনের শুনানিতেই ছিলেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও মনোজ মিশ্র। বিচারপতি জানান, " আপনি একজন অভিব্যক্তি। জনস্বার্থ মামলার ভিত্তিতে হাইকোর্ট যখন সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, তখন আপনার আপত্তি করার কোনও এক্তিয়ার নেই"

এদিন সন্দীপ ঘোষের হয়ে সওয়াল করা আইনজীবী মীনাক্ষী আরোরা বলেন, " আমাদের এটা নিয়েই আপত্তি। আর্থিক অনিয়মের তদন্ত নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু খুন ও ধর্ষণের ঘটনা তদন্তের সঙ্গে কেন জুড়ে দেওয়া হল।"

এর উত্তকে বিচারপতি বলেন, " এত উতলা হওয়ার কী আছে, এটা নিয়ে তো কোনও বিতর্ক নেই যে ধর্ষণ ও খুনের ঘটনার সময়ে আপনি হাসপাতালের অধ্যক্ষ ছিলেন। সুতরাং তদন্তে আপত্তি কোথায়? ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে আর্থিক অনিয়মের যোগ থাকতে বলেহাইকোর্ট তো একটা পর্যপেক্ষণ জানিয়েছে, কোনও রায় তো দেয়নি, তদন্ত করেই দেখা যাক না।"

প্রধান বিচারপতি আরও জানিয়েছেন, “হাসপাতালের বায়ো মেডিক্যাল ওয়েস্ট তথা বর্জ্য পাচার বা বিক্রির সঙ্গে খুন ও ধর্ষণের ঘটনার যোগ রয়েছে কি না তা নিয়ে আরত্তি থাকার তো কথা নয়। এটা নিয়ে আপনি সুপ্রিম কোর্টে এসেছেন কেন?”