সংক্ষিপ্ত

বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? আরজিকর কাণ্ডের মধ্যে তীব্র সমালোচনার মুখে এই প্রকল্প

মহিলাদের সুবিধার জন্য বেশ কিছু প্রকল্প শুরু করেছে রাজ্য। অর্থনৈতিক ভাবে যে মহিলারা দুর্বল তাদের জন্যেও লক্ষ্মীর বাণ্ডার প্রকল্প এনেছে রাজ্য সরকার।

কিন্তু লোকসভা ভোট হোক বা আরজিকর কাণ্ড বারবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মেয়েদের। আরজিকর ঘটনার পরে আরও বেশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। বলা হয়েছে, " যে রাজ্যে মেয়েদের সুরক্ষা নেই, সেই রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কী হবে"। এই নিয়েই ব্যাপক শোরগোল শুরু হয়ে গিয়েছে সমাজ মাধ্যমে।

এমন পরিস্থিতিতে কেউ চাইলেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিজের নাম তুলে নিতে পারেন। এমনই দাবি করছেন একদল নেটিজেন। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে এই দাবির ছবি। অনেকেই দাবি করেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব লক্ষ্মীর ভাণ্ডার থেকে নিজের নাম তুলে নিতে পারেন।

এই টালামাটাল অবস্থার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ১২০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সাধারণ শ্রেণির মেয়েরা প্রতিমাসে ১০০০ টাকা ও তফসিলিরা মাসে ১২০০ টাকা করে পান। এবার শিঘ্রই বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! তাই এই প্রকল্প থেকে খুব সহজে মুখ ঘুরিয়ে নেবে রাজ্য সরকার? প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

উপকৃত হচ্ছেন এই ভাতার আওতায় থাকা প্রায় ২ কোটি মহিলা। এই স্কিমাটি একটি পরিবারের মাসিক খরচের হিসেব করেই নাকি বানান হয়েছে। তাই লক্ষ্মীর ভাণ্ডার থেকে কি সত্যই মুখ ঘুরিয়ে নেবে মেয়েরা? এমনই দাবি করা হয়েছে বিভিন্ন মহলে।