- Home
- West Bengal
- West Bengal News
- রেশনে চাল-গম বেশি মিলবে ফেব্রুয়ারি থেকে? মিলল বড় খবর, দেখে নিন এই মাসে কী কী পাবেন?
রেশনে চাল-গম বেশি মিলবে ফেব্রুয়ারি থেকে? মিলল বড় খবর, দেখে নিন এই মাসে কী কী পাবেন?
জাতীয় খাদ্য নিরাপত্তা নিয়মে রেশন আপনার প্রাপ্য। কার্ড থাকলে রেশন পাবেন। রেশন প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মানুষ সরকারি সুবিধে পাচ্ছেন। এবার এই রেশন নিয়েই মিলল বড় খবর।

রেশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের প্রান্তিক এলাকার দরিদ্র মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।
জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মাধ্যমে রেশন প্রকল্পটি চলে।
সাধারণত সরকারি ডিপো থেকে রেশন কার্ড যাদের রয়েছে তাদের রেশন দেওয়া হয়।
পশ্চিমবঙ্গের দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকার প্রতি মাসে বিনামূল্যে রেশন সরবরাহ করে থাকে।
চলতি ফেব্রুয়ারি মাসের রেশনের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। নীচে বিভিন্ন রেশন কার্ড অনুযায়ী প্রাপ্য সামগ্রীর বিবরণ বিস্তারিত দেওয়া হল।
AAY (অন্ত্যোদয় অন্ন যোজনা) কার্ডধারী
চাল- ২১ কেজি
গম/আটা- ১৩.৩ কেজি
PHH ও SPHH কার্ডধারী
চাল- ৩ কেজি
গম/আটা- ১.৯ কেজি
RKSY-I কার্ডধারী
চাল- ৫ কেজি
গম/আটা- দেওয়া হয় না
RKSY-II কার্ডধারী
চাল- ২ কেজি
গম/আটা- দেওয়া হয় না
উল্লেখ্য জঙ্গলমহল এবং পাহাড়ি এলাকার জন্য রাজ্য সরকার বিশেষ রেশন প্যাকেজ প্রদান করে। এই অঞ্চলের পরিবারগুলির জন্য অতিরিক্ত রেশন সামগ্রী বরাদ্দ করা হয় রাজ্য সরকারের তরফ থেকে।
রেশন সামগ্রী বিতরণে স্বচ্ছতা আনতে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রতিটি রেশন দোকানে মাসের শুরুতেই প্রাপ্য সামগ্রীর তালিকা প্রকাশ করা হয়।
এছাড়া গ্রাহকদের মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে গ্রাহকদের প্রাপ্য খাদ্য সামগ্রীর তথ্য পাঠানো হয়। এছাড়া রেশন সামগ্রী নিয়ে কোন রকম সমস্যা হলে নিকটস্থ রেশন দোকান বা সংশ্লিষ্ট খাদ্য দপ্তরে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সুতরাং, ফেব্রুয়ারি মাসে রেশন সামগ্রীর পরিমাণে কোনরকম পরিবর্তন আসেনি। প্রতিটি রেশন কার্ডধারীরা তাদের নির্ধারিত পরিমাণ অনুযায়ী রেশন সামগ্রী পাবেন।
রেশন সামগ্রী গ্রহণের সময় প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে রেশন সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে খাদ্য দপ্তরের তরফ থেকে।