Weather Update: চলতি সপ্তাহে রাজ্যজুড়ে তাপমাত্রা সামান্য বাড়বে, তবে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও, উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, যার ফলে দৃশ্যমানতা কমতে পারে।
WB Weather Update: চলতি সপ্তাহে আরো সামান্য বাড়বে তাপমাত্রা। কলকাতায় দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক আর রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ পশ্চিমের জেলায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের আমেজ কমেছে। তাপমাত্রার সামান্য তারতম্য হবে। বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি কিংবা সামান্য উপরে/নীচে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা/ ধোঁয়াশা পরে পরিষ্কার আকাশ। কুয়াশার কোন সতর্কবার্তা আপাতত নেই। শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কুয়াশার সতর্কতা
রাজ্যজুড়ে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে নেমে আসতে পারে বলে জানানো হয়েছে। ফলে সকালের দিকে যান চলাচলে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য কোনও আবহাওয়াজনিত পরিবর্তন নেই। দক্ষিণ ও উত্তরবঙ্গ দুই অঞ্চলেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন সকালের দিকে ঘন থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তরের হাওয়া বাধা পাচ্ছে, আর বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও, তার পর ধীরে ধীরে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে ৯ ডিগ্রি।
আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতে। ইরান সংলগ্ন এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রা বাড়ছে সমানে। আগামী ৫-৭ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। চলতি সপ্তাহে আরও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, শীতের পথে কাঁটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। সেই কারণেই শীতের এই হাল।


