- Home
- West Bengal
- West Bengal News
- শীতে জবুথবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস
শীতে জবুথবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস
ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত কলকাতায়? আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট তেমনই বলছে। কারণ আজ হল মরশুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা একধাক্কায় নেমে গেছে ৩ ডিগ্রি সেলসিয়াস।

শীত এল!
ডিসেম্বরের শুরুতেই জাঁকিয়ে শীত কলকাতায়? আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট তেমনই বলছে। কারণ আজ হল মরশুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা একধাক্কায় নেমে গেছে ৩ ডিগ্রি সেলসিয়াস। আপাতত তাপমাত্রার তেমন হেরফের হবে না বলেও জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
কলকাতায় তাপমাত্রার পতন
আলিপুর হাওয়া অফিসের তথ্য অনুযায়ী শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্র সেসলিয়াস। আর শনিবার মাত্র ২৪ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি নেমে হয়েছে ১৪.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২.১ ডিগ্রি কম। দিনের তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি। য়া স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি। অর্থাৎ জাঁকিয়ে শীতেরই পূর্বাভাস দিচ্ছে আলিপুর হাওয়া অফিস।
শীতে বাধা নেই!
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নেই কোনও নিম্নচাপ অঞ্চল। ফলে উত্তুরে হাওয়ার পথে কোনও বাধা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন শীত আরও জাঁকিয়ে পড়বে বলেও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরও শীত
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী দিন দিন রাতের তাপমাত্রা আরও দুই ডিগ্রি কমতে পারে। উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন হেরফের হবে না। তবে সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
কুশায়া বাড়বে
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই কুয়াশা বাড়বে। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে কুয়াশার সতর্কতা রয়েছে।
আরও শীতের পূর্বাভাস
চলতি মরশুমে পশ্চিমবঙ্গের সঙ্গে দেশের একাধিক রাজ্যেই স্বাভাবিকের তুলনায় বেশি ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থার পূর্বাভাস, উত্তর ভারতে লা নিলার প্রভাবে এবার প্রবল শীত পড়বে। যার প্রভাব পড়বে বঙ্গেও।

