সংক্ষিপ্ত
সংক্রান্তির পর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকায় মাঘের শেষ দিকে শীতের দাপট ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
সারা শীতে আসব আসব করেও অধরা রয়েছে ঠাণ্ডা। জাঁকিয়ে শীত পড়ার ক্ষেত্রে বারবার বাংলায় বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। মকর সংক্রান্তিতেও উষ্ণতম দিন পেয়েছেন বঙ্গবাসী। জানুয়ারির শেষ দিকে চলে এলেও খুব বেশি ঠাণ্ডা অনুভূত না হওয়ায় হতাশ হয়েছে শীতকাতুরে বাঙালি। কিন্তু, মকর সংক্রান্তি পেরিয়ে গিয়ে কিছুটা আশার আলো দেখাচ্ছে কয়েক পশলা বৃষ্টি।
বুধবার ভোরে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পরে মালুম হয়েছে শিরশিরে হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার জেরে যে জলীয় বাষ্প তৈরি হয়েছে, তার ফলে হালকা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কয়েকটি জায়গায়। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগণায় হালকা বৃষ্টি হয়েছে ১৮ জানুয়ারি। বৃহস্পতিবার, অর্থাৎ ১৯ জানুয়ারিও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা ছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারেও। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে বলেও সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা আছে। যদিও কলকাতা শহরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে, বেলা বাড়লে কুয়াশা কেটে যাওয়ার সম্ভাবনা।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এই মাত্রা আবার স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। বুধবার দার্জিলিং জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে প্রায় ২ ডিগ্রির কাছাকাছি।
বিগত সপ্তাহে পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার দাপট কমে যাওয়ায় তাপমাত্রার পারদ ক্রমশ ওপরের দিকে উঠছিল। তবে সংক্রান্তির পর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকায় মাঘের শেষ দিকে শীতের দাপট ফিরে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন-
টেস্ট পেপারে লেখা ‘আজাদ কাশ্মীর’ নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ সুকান্ত মজুমদারের, রাজ্য রাজনীতিতে ব্যাপক হইচই
পাহাড়ি মেঘালয়ে সরকার গড়ার লক্ষ্যে তৃণমূল, আজই পা রাখতে চলেছেন মমতা ও অভিষেক
বন্ধ হতে চলেছে নগদ টাকায় পার্কিং ফি, নিয়মে স্বচ্ছতা আনতে আজ থেকে কলকাতা পুরসভার ডিজিটাল উদ্যোগ