- Home
- West Bengal
- West Bengal News
- প্রেমে বাধা! প্রেমিককে সঙ্গে নিয়েই স্বামীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করল স্ত্রী
প্রেমে বাধা! প্রেমিককে সঙ্গে নিয়েই স্বামীকে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করল স্ত্রী
মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বাধপুলের পাশে একটি পরিত্যক্ত ও ভাঙাচোরা দোকানের পাশ থেকে উদ্ধার হয়েছিল আলতাফ শেখের দেহ। এই এলাকারই বাসিন্দা।
- FB
- TW
- Linkdin
Follow Us
)
বেঘোরে মৃত্যু
ইদের ছুটিতে বাড়িতে এসে বেঘোরে প্রাণ গেল পরিযায়ী শ্রমিক আলতাফ শেখের।
দেহ উদ্ধার
মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের বাধপুলের পাশে একটি পরিত্যক্ত ও ভাঙাচোরা দোকানের পাশ থেকে উদ্ধার হয়েছিল আলতাফ শেখের দেহ। এই এলাকারই বাসিন্দা।
ক্রাইম সিন
বাঁধপুলের পাশে একটি পরিত্যক্ত ভাঙাচোরা দোকানের পাশে পড়েছিল আলতাফের দেহ। গলায় ছিল ফাঁস দেওয়ায়। দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। কীভাবে খুন এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে।
আলতাফের পরিচয়
ভগবান গোলা থানার ডাকবাংলো এলাকার বাসিন্দা আলতাফ। পরিযায়ী শ্রমিক। দীর্ঘদিন পরেই ইদের ছুটিতে বাড়িতে এসেছিল।
বিবাহবহির্ভূত সম্পর্ক
বাড়িতে এসে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে আলতফ। স্ত্রী ইদোল বিবির সঙ্গে প্রতিবেশী সালাম শেখের ঘনিষ্টতা মেনে নিতে পারেনি।
দাম্পত্য কলহ
ইদোলা বিবির বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে আশান্তি চূড়ান্ত রূপ নেয়। সোমবার রাতে স্বামীস্ত্রীর মধ্যে প্রবল ঝগড়া হয়।
পরদিন মৃতদেহ উদ্ধার
পরের দিনই স্থানীয় একটি পরিত্যক্ত দোকানের সামনে থেকেই মৃতদেহ উদ্ধার হয় ইদোলা বিবির স্বামী আলতাফ শেখের। স্থানীয়দেরই প্রশ্ন বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়াতেই কি খুন করা হয়েছে।
তদন্তে পুলিশ
আলতাফ খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই খুনের মামলাও রুজু করা হয়েছে।
পলাতক
ঘটনার পর থেকেই পলাতাক ইদোলা বিবি ও তঁর প্রেমিক সালাম শেখ।
স্থানীয়দের অনুমান
স্থানীয়দের অনুমান সালাম শেখের সঙ্গে সম্পর্কে বাধা দেওয়াতেই খুন করা হয়েছিল আলতফকে। আর সেই কারণেই ঘটনার পর থেকেই প্রেমিক ও প্রেমিকা গা ঢাকা দিয়েছে।