সংক্ষিপ্ত
মাঝ রাস্তায় আটকানো হয় মালদহ থেকে কলকাতার দিকে আসা একটি যাত্রীবাহী বাসকে। তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে যা পাওয়া গেল, তা দেখে সব যাত্রীদের চক্ষু চড়কগাছ!
গোপন সূত্রে খবর পেয়ে চলছিল তল্লাশি, সেইমতো কাস্টমস বিভাগ থেকে খবর গিয়েছিল স্থানীয় থানার কাছে, তারপরেই মাঝ রাস্তায় আটকানো হয় মালদহ থেকে কলকাতার দিকে আসা একটি যাত্রীবাহী বাসকে। তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে যা পাওয়া গেল, তা দেখে সব যাত্রীদের চক্ষু চড়কগাছ!
শুক্রবার, ৩৪ নম্বর জাতীয় সড়কে দত্তপুকুর থানার আলগরিয়া এলাকায় সকালবেলা তল্লাশি অভিযান চালানোর সময় বাসে করে কলকাতার দিকে যাওয়া এক মহিলাকে দেখে তদন্তকারীদের মনে সংশয় তৈরি হয়েছিল। সঙ্গে সঙ্গে স্থানীয় দত্তপুকুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশকর্মীরা এসে তল্লাশি শুরু করেন। তখনই ওই মহিলার কাছে থাকা ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয় প্রাণঘাতী অস্ত্র।
-
একটি- দুটি নয়, একসঙ্গে ১২টি বন্দুক নিয়ে মালদহ থেকে কলকাতায় আসছিলেন ওই মহিলা, তাঁর নাম পূজা বিশ্বাস, বয়স ৪৫ বছর, তিনি হাবড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ১২টি পিস্তলের সঙ্গে সেগুলি চালানোর জন্য ১২টি ম্যাগাজিন-ও ছিল তাঁর ব্যাগের ভেতরে। প্রত্যেকটিকেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। পূজা বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। বারাসাত আদালতে তোলার পর তাঁকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি।
-
ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে, মালদহ থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়ার কাজ করতেন তিনি। কে বা কারা, তাঁর সঙ্গে জড়িত ছিল, কাদের কাছ থেকে এই প্রাণঘাতী অস্ত্রগুলি নিয়ে তিনি কোথায় পৌঁছে দিতেন, কত টাকায় এই লেনদেনের রফা হত, সেই বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে পুলিশের তরফে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।