সংক্ষিপ্ত

আক্রান্ত অঙ্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিয়েছেন তিনি। এদিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকেই তাঁর ওপর চড়াও হয় এক প্রাক্তন ছাত্র।

 

রক্তাক্ত হল শিক্ষাঙ্গন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর গলা কেটে খুন করার চেষ্টা করে আত্মহত্যার চেষ্টা করেন প্রাক্তন ছাত্র। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়ে কী করে একজন প্রাক্তন পড়ুয়া অস্ত্র নিয়ে প্রবেশ করেছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় চত্ত্বরে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

আক্রান্ত ছাত্রী তনুশ্রী চক্রবর্তী। অঙ্ক বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিয়েছেন তিনি। এদিন বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকেই তাঁর ওপর চড়াও হয় এক প্রাক্তন ছাত্র। বিজ্ঞান বিভাগের সামনেই তাঁর গলা কেটে ফেলার চেষ্টা করা হয়। অভিযুক্ত অলোক মণ্ডল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, অভিযুক্ত অলোক মণ্ডল ছুটে এসে ধারাল চাকু তনুশ্রীর গলায় ঢুকিয়ে দেয়। এখানেই শেষ নয়, তারপর নিজের গলা কেটে ফেলারও চেষ্টা করে।

এই ঘটনার পরই রক্তাক্ত অবস্থায় দুইজনকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, দুই জখম তরুণ-তরুণীর প্রণয়ের সম্পর্ক ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র বলেছেন, তাদের পরীক্ষা চলছিল। সেই সময়ই এই নৃশংস ঘটনা ঘটেছে। অভিযুক্তকে তারা চেনে না বলেও দাবি করেছে।

এছাড়া গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার তথা ডেভেলপমেন্ট অফিসার রাজীব পুততুণ্ড জানান, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের বিল্ডিংয়ে এটা ঘটেছে। আর অভিযুক্ত যুবক বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তাঁর হাতে একটি ছুরি ছিল। যাঁকে কোপানো হয়েছে বলে অভিযোগ, তিনিও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আক্রান্ত ছাত্রী গণিত বিভাগের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।