গলায় সংক্রমণ, ১ ঘণ্টার টনসিল অপারেশনের পরেই তরুণীর মৃত্যু! বাগুইআটির নার্সিংহোমে উত্তেজনা
টনসিল অপারেশনের পরেই রোগিনীর মৃত্যু! উত্তেজনা বাগুইআটির বেসরকারি নার্সিংহোমে। মৃত্যু হল ১৯ বছরের তরুণী মীনাক্ষী বৈরাগী সরকারের। গন্ডগোলের আশঙ্কায় ছুটে আসে বাগুইআটি থানার পুলিশ।
টনসিল অপারেশনের পরেই রোগিনীর মৃত্যু! উত্তেজনা বাগুইআটির বেসরকারি নার্সিংহোমে। মৃত্যু হল ১৯ বছরের তরুণী মীনাক্ষী বৈরাগী সরকারের। গন্ডগোলের আশঙ্কায় ছুটে আসে বাগুইআটি থানার পুলিশ। গলায় ইনফেকশন নিয়ে ভর্তি হয়েছিলেন বাগুইহাটির এই নার্সিংহোমে। অপারেশনের পর মাঝরাতের পরেই মৃত্যু হয় মীনাক্ষীর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিজনেরা। ইএনটি স্পেশালিস্ট ডাক্তার রাহুল সরকারের বিরুদ্ধে অভিযোগ পরিবারের।
Now Playing
Now Playing