
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বার বার ওইসব! যুবককে ধরে জুতো দিয়ে...বোলপুরে চাঞ্চল্য!
Bolpur News Today : বেলঘরিয়ার এক যুবকের বিরুদ্ধে বোলপুরে কাজের সুবাদে থাকা এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। জানা গেছে, অভিযুক্ত যুবকের কলকাতার বেলঘরিয়ায় একটি পরিবার রয়েছে স্ত্রী ও সন্তানসহ। কিন্তু বোলপুরে কাজের জায়গায় থাকা এক লেবার মহিলা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি ওই যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং যুবক তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন।