সংক্ষিপ্ত

  • বিকৃত যৌন লালসার শিকার ভবঘুরে মহিলা
  • খাবারের লোভে কবরস্থানে গিয়ে বিপদ
  • ধর্ষণের অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে
  • হুগলির খন্যানের ঘটনা

চালচুলোহীন এক ভবঘুরে মহিলা। খাবার লোভ দেখিয়ে কবরস্থানে নিয়ে তাঁকে গণধর্ষণ করল তিন যুবক! অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির খন্যানে।

আরও পড়ুন: করোনা আক্রান্ত উপাচার্য-সহ ১৬ জন কর্মী, আতঙ্ক ছড়াল বিশ্বভারতীতে

ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। স্থানীয় বাসিন্দাদের দাবি, খন্যানের পশ্চিমপাড়া এলাকায় ঘোরাঘুরি করছিলেন নির্যাতিতা ওই ভবঘুরে মহিলা। তখন সেখানে হাজির হয় তিন যুবক। সকলেই মদ্যপ অবস্থা ছিল। তারপর? খাবারের প্রলোভন দেখিয়ে প্রথমে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় কাছেই একটি কবরস্থানে। তারপর তিন জনে মহিলা ওই মহিলাকে ধর্ষণ করে। অভিযোগ তেমনই। এদিকে চিৎকার শুনে আশেপাশে লোকজন যখন করবস্থানে যান, তখন দেখেন বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন মহিলা, ছটফট করছেন যন্ত্রণায়। অভিযুক্ত অবশ্য ততক্ষণে চম্পট দিয়েছে। খবর দেওয়া হয় পানডুয়া থানায়। পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে।

আরও পড়ুন: তিন বছর পর ফের প্রকাশ্যে, কলকাতায় দেখা মিলল বিমল গুরুং-এর

এদিকে কবর স্থানে বাইরে বাইকটি ফেলে পালিয়ে গিয়েছিল তিন অভিযুক্ত। একজন বাইক নিতে এলে তাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারাই। ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অপর ২ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।