'রণসিংহে' ফুঁ দিয়ে ভোট-যুদ্ধের ঘোষণা, হিমাচল প্রদেশে কংগ্রেসকে কটাক্ষ মোদীর
Oct 05 2022, 07:22 PM ISTহিমাচল প্রদেশ সফরে গিয়ে ভোটের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয় দশমীর দিন তিনি হিমাচলে যান। সেখানে দিয়ে একগুচ্ছ ভিত্ত প্রস্তর উদ্বোধন করেন তিনি। পাসাপাশি বলেন, বিজেপি সরকার শুধুমাত্র ভিত্তি প্রস্তর স্থাপনই করে না,উন্নয়ন প্রকল্পের উদ্বোধনও করে।