দীনদয়াল উপাধ্যায় থেকে ভগৎ সিং- মন কি বাতে প্রধানমন্ত্রী মোদীর স্মরণে দেশের বীর সন্তানরা
Sep 25 2022, 12:21 PM IST"মন কি বাত অনুষ্ঠানে মোদী বলেন "আমার প্রিয় দেশবাসী, তিন দিন পরে, অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর, অমৃত মহোৎসবের একটি বিশেষ দিন। এই দিনে আমরা ভারত মাতার বীর সন্তান ভগত সিংয়ের জন্মবার্ষিকী উদযাপন করব,"