ছোট বেলার ছবি প্রকাশ করেছেন অনুষ্কা। তুই ক্রিকেট তারকার স্ত্রী যে ছোট বেলা থেকে বন্ধু তা সকলেরই ছিল অজানা। আর সে কারণে এই ছবি উঠে এসেছে খবরে।
এবার কানে প্রথমবার যাবে অনুষ্কা শর্মা। চলছে তারই প্রস্তুতি। এর আগে রেড কার্পেটে দেখা গিয়েছে, সোনম কাপুর, ঐশ্বর্য রাই বচ্চন ও দীপিকা পাড়ুকোনের মতো স্টারদের। এবার তাদের সঙ্গে থাকবেন অনুষ্কা শর্মা।
এবার ওটটি প্ল্যাটফর্মের সঙ্গে অনুষ্কা হলেন চুক্তি বদ্ধ। অ্যামাজন প্রাইম ভিডিও এবং নেটফ্লিক্সের মতো সংস্থাগুলির সঙ্গে হাত মেলালেন প্রযোজক অনুষ্কা শর্মা।
ভারতীয় ক্রিকেটের ফাস্ট ওমান এবার ক্রিকেটরের ভূমিকাতেই সকলের নজর কাড়তে চলেছেন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিকানয় ঝুলন গোস্বামীর ভূমিকাতে দেখা যাবে তাঁকে।
মা বলে ডেকে উঠল ভামিকা, আবেগে ভাসলেন অনুষ্কা শর্মা, মুহূর্তে ভাইরাল ভিডিও।
বুধবার সকালে জলখাবারের টেবিলে বিরাট অনুষ্কা জুটির সাথে ভামিকা। ছবিতে অনুষ্কা ও বিরাটকে ক্যামেরার দিকে তাকিয়ে হেসে পোজ দিতে দেখা যাচ্ছে। অন্যদিকে আর একটি চেয়ারে বসে মিষ্টি ভামিকা।