জাপটে ধরে ঘনিষ্ঠ আলিঙ্গন, ভ্যালেন্টাইন্স ডে-তে মালাইকাকে আদুরে চুম্বনে ভরালেন অর্জুন
Feb 14 2022, 11:57 AM ISTবাঙালির ভ্যালেন্টাইন শুরু হয় সরস্বতী পুজো দিয়ে আর শেষ হয় ভ্যালেন্টাইন ডে দিয়ে। সরস্বতী পুজোর দিন থেকেই শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন -এর আমেজ। ভ্যালেন্টাইন্স উইকের সবচেয়ে রোম্যান্টিক দিন কিস ডে। আকাশে, বাতাসে , চারিদিকে শুধু প্রেম প্রেম রব। ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই শহরজুড়ে প্রেমের মরশুম। কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে ভালবাসার দিন উদযাপন। রোজ ডে, প্রপোজ ডে , চকোলেট ডে, টেডি ডে, হাগ ডে, কিস ডে-র পর আসে ভ্যালেন্টাইন ডে । আর এই বিশেষ দিনটির জন্য দিনভর মুখিয়ে থাকেন সকলেই। তবে বিশেষ এই দিনটির জন্য থাকে বিশেষ পরিকল্পনা। তারকা থেকে সাধারণ মানুষ সকলেই ব্যস্ত ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে। এবার ভালবাসার দিন সেলিব্রেশনে মাতলেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় অর্জুন কাপুরকে জাপটে ধরে একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করেছেন মালাইকা, পাশাপাশি আদুরে চুম্বনে মালাইকাকে ভরিয়ে দিলেন অর্জুন কাপুর। ভ্যালেন্টাইন্স ডে-তে নেটপাড়ায় ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে।