'সেক্সবম্ব'মালাইকার জন্য জমকালো পার্টির আয়োজন অর্জুনের, জন্মদিনে আমন্ত্রিত ছিলেন কারা?
Oct 24 2022, 09:49 AM IST৪৯-এ পা দিলেন মালাইকা আরোরা, এই বয়সে এসেও বলে বলে গোল দিচ্ছেন মালাইকা। বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন হাতে-কলমে প্রমাণ করে দিচ্ছেন বলিউডের মুন্নি। যতদিন যাচ্ছে ততই যেন লাস্যময়ী হয়ে উঠছেন বলি অভিনেত্রী মালাইকা আরোরা। কেমন করে বার্থ ডে সেলিব্রেট করলেন বলিউডের মালাইকা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। মুম্বইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় গার্লফ্রেন্ড মালাইকার জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন অর্জুন কাপুর। কারা কারা উপস্থিত ছিলেন বার্থডে পার্টিতে, দেখে নিন একনজরে।