Aryan Khan- জামিনের ৭ দিন পর ফের NCB দফতরে হাজির আরিয়ান খান, আবার কেন ডাক পড়ল শাহরুখ পুত্রের
Nov 05 2021, 04:17 PM ISTগত ২৮ শে অক্টোবর দীর্ঘ ২৬ দিন পর মাদক কান্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিনের আবেদন মঞ্জুর করেছিল বম্বে হাই কোর্ট। জামিন পাওয়ার পর ফের ৭ দিন বাদে এনসিবি দফতরের সামনে দেখা গেল শাহরুখ পুত্র আরিয়ান খানকে। গত শনিবার আর্থার রোড থেকে মুক্তি পাওয়ার পর এই প্রথম মন্নতের বাইরে পা রাখলেন আরিয়ান, কিন্তু কেন আবার এনসিবি দফতরে হাজির হলেন শাহরুখ পুত্র, জেনে নিন বিশদে।