মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এর আগে দলের অন্দরে সিধু ও সুনীল জাখড়কে নিয়ে আলোচনা করছেন কেউ কেউ। এখন প্রশ্ন উঠেছে, কেন চান্নিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হল এবং এই ঘোষণা কি দলের অন্দরমহলের দ্বন্দ্বের অবসান ঘটাবে?
কোভিড-১৯এর সংক্রমণ মোকাবিলায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত শারীরিক নির্বাচনী সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে নির্বাচন কমিশন শনিবার জানিয়েছিল ৫০০ জন দর্শক নিয়ে উন্মুক্ত স্থানে কোভিড-১৯ বিধি মেনে ভিডিও ভ্যানের মাধ্যমে ভোট প্রচার করা যাবে। কিন্তু কমিশন সতর্ক করে দিয়েছি ভিডিও ভ্যানের ইভেন্টগুলি যেন কোনও ভাবেই স্থানীয় বাসিন্দাদের অসুবিধের কারণ না হয়।
কমিশনের এই নির্দেশিকা নিয়েই বর্তমানে জোরদার চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তবে সিংহভাগ রাজনৈতিক দলই কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
আগের বারের থেকে এবারে ১৬ শতাংশ বুথের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। সহজ ভাবে দেখতে গেলে কোভিডের কারণেই প্রতি বুথে কমছে ভোটার। আসন্ন নির্বাচনে প্রতি বুথে ১৫০০-র বদলে ১২৫০ জন করে ভোটার থাকবে বলে জানা যাচ্ছে।
ইন্ডিয়া নিউজের সমীক্ষা অনুযায়ী, পঞ্জাবে বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারে আম আদমি পার্টি। এমনকী, সেখানে কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে যেতে পারে তারা।
ইন্ডিয়া নিউজের জন কি বাতের সমীক্ষা অনুযায়ী, ৭০ আসনের বিধানসভায় প্রায় ৩৫ থেকে ৩৮টি আসনে জয়ী হবে তারা। এছাড়া কংগ্রেসের দখলে যাবে ২৭ থেকে ৩১টি আসন। আর আম আদমি পার্টি ১ থেকে ৬টি আসন জিততে পারে বলে মনে করা হচ্ছে।