মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ের কারিগরি শিক্ষার উন্নতির ওপর জোর দেন। কর্মসংস্থানের সমস্যা মেটার ওপর বিশেষ নজর দিয়েছেন।
আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি আসনে উপনির্বাচন। তার আগেই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়
আগে ১২ তাখিখেই রাজ্যের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল, ডিরেক্টরদের নিয়ে বৈঠকে বসার কথা ছিল মুখ্যমন্ত্রীর।
বাংলা ভাগ ইস্যুতে বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'চার মন্ত্রী বলেছেন, উত্তরবঙ্গে ভাগের কথা।
মমতা বলেন, পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে।' মমতা আরও বলেন, 'অন্যদের ২০ মিনিটের বেশি বলার সুযোগ দেওয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেওয়া হয়নি।'
গত কয়েক বছরে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার অল্পের জন্য দুর্ঘটনা এড়ালেন মুখ্যমন্ত্রী।
দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গে টানা বৃষ্টি হয়ে চলেছে। তিস্তা নদী ফুঁসছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁর লক্ষ্য হকার উচ্ছেদ নয়। নাগরিক পরিষেবায় স্বাচ্ছন্দ্য আনা। মমতা বলেন, 'পুরো ব্যাপারটায় সৌন্দর্য বজায় রাখতে হবে।
কলকাতা, হাওড়ার মতো শহরগুলিতে অবাঙালিদের বসবাস নতুন কিছু নয়। বিশেষ করে উত্তর কলকাতা ও উত্তর হাওড়ায় অবাঙালিদের সংখ্যাই বেশি। ব্যবসা-বাণিজ্য বেশিরভাগই অবাঙালিদের হাতে।
সূত্রের খবর বুধবার পরীক্ষা করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের কিছু সমস্যা ধরা পড়ে। সেইমত চিকিৎসকরা তাঁকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন।