সংক্ষিপ্ত
গত কয়েক বছরে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বুধবার অল্পের জন্য দুর্ঘটনা এড়ালেন মুখ্যমন্ত্রী।
ধনধান্য অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjje) অনুষ্ঠানে দুর্ঘটনা। এই অডিটোরিয়ামের প্রবেশ পথে তোরণ ভেঙে পড়ে জখম হলেন দুই শিল্পী। তাঁদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। একজন শিল্পী মাথায় আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে। বুধবার উত্তম কুমারের (Uttam Kumar) প্রয়াণ দিবস উপলক্ষে ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই বিপত্তি ঘটে যায়। দুই শিল্পী জখম হওয়ায় অনুষ্ঠানের তাল কেটে যায়। মুখ্যমন্ত্রী যে অনুষ্ঠানে থাকেন, সেই অনুষ্ঠানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এদিন ধনধান্য অডিটোরিয়ামেও নিরাপত্তা জোরদার করা হয়। কিন্তু মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে বিপত্তি ঘটে গেল।
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন
গত বছর ধনধান্য অডিটোরিয়াম উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আলিপুরে এই প্রেক্ষাগৃহে সব ধরনের অনুষ্ঠানের জন্য অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে। কিন্তু বুধবার সেখানেই দুর্ঘটনা ঘটে গেল। এদিন কলকাতায় বৃষ্টি বা ঝোড়ো বাতাস ছিল না। তা সত্ত্বেও কীভাবে তোরণ ভেঙে পড়ল, সেটা স্পষ্ট নয়। এই তোরণ পলকা ছিল কি না, সেই প্রশ্ন উঠছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেখানে তোরণ ভেঙে পড়ে, সেখানে বেশ কয়েকজন ছিলেন। তাঁরা ভেঙে পড়া তোরণের নীচে চাপা পড়ে যান। তবে দুই শিল্পী ছাড়া কারও চোট গুরুতর নয়।
সুরক্ষা ব্যবস্থায় ফাঁক ছিল?
ধনধান্য অডিটোরিয়ামে এদিনের অনুষ্ঠান উপলক্ষে যে তোরণ তৈরি করা হয়েছিল, তা পোক্ত ছিল না বলে অনেকে অভিযোগ করছেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তোরণ ভেঙে পড়লে পরিস্থিতি গুরুতর হত। সেরকম কিছু না হলেও, এই ঘটনায় আয়োজকদের গাফিলতি দেখছেন অনেকেই। ভবিষ্যতে এরকম অনুষ্ঠানের ক্ষেত্রে আরও সাবধানতা অবলম্বন করা উচিত। না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Mamata Banerjee: আবারও হেলিকপ্টার দুর্ঘটনার কবলে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সেই ভিডিও
নন্দীগ্রামে আহত মমতা বন্দ্যোপাধ্যায়, পরিকল্পনা করে হামলা বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee: সফল অস্ত্রোপচার, পায়ে প্লাস্টার নিয়ে এসএসকেএম থেকে বাড়ি ফিরলেন মমতা