Budget 2025: আয়করদাতাদের জন্য সুখবর! ১০ লক্ষ পর্যন্ত আয়কর হবে শূন্য, বাজেটে বিশেষ স্বস্তি মধ্যবিত্তের
Jan 09 2025, 11:20 AM IST২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর স্ল্যাব পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় সরকার। বার্ষিক ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর করমুক্তি দেওয়ার সম্ভাবনা, মধ্যবিত্তদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন, হোম লোনের সুদে ছাড় -সহ আরও সুবিধা থাকতে পারে।