একই দিনে ২ টুর্নামেন্টে লড়াই সবুজ-মেরুনের, কলকাতা লিগের ম্যাচ স্থগিত আইএফএ-র
Aug 22 2024, 06:43 PM ISTইস্টবেঙ্গলের যুব দল যখন ইংল্যান্ডে নেক্সট জেন কাপে খেলতে গিয়েছিল, তখন কলকাতা লিগে লাল-হলুদের সব ম্যাচ স্থগিত রাখা হয়েছিল। এবার ডুরান্ড কাপের ম্যাচের জন্য কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ স্থগিত রাখা হল।