সংক্ষিপ্ত

ইস্টবেঙ্গলের যুব দল যখন ইংল্যান্ডে নেক্সট জেন কাপে খেলতে গিয়েছিল, তখন কলকাতা লিগে লাল-হলুদের সব ম্যাচ স্থগিত রাখা হয়েছিল। এবার ডুরান্ড কাপের ম্যাচের জন্য কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ স্থগিত রাখা হল।

শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্টের জোড়া ম্যাচ হওয়ার কথা ছিল। প্রথমে কলকাতা ফুটবল লিগে রেলওয়ে এফসি-র বিরুদ্ধে ম্যাচ, তারপর জামশেদপুরে ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসি-র মুখোমুখি হওয়ার কথা ছিল সবুজ-মেরুন ব্রিগেডের। কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্টের আলাদা দল খেলছে। কিন্তু তা সত্ত্বেও একই দিনে দুই শহরে ম্যাচ থাকায় কলকাতা লিগের ম্যাচ স্থগিত করে দিল আইএফএ। পরিবর্তিত সূচি পরে ঘোষণা করা হবে বলে জানিয়েছে আইএফএ। চলতি কলকাতা লিগে গ্রুপ বি-তে ৯ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে মোহনবাগান সুপার জায়ান্ট। সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা বেশ কঠিন। ফলে সমস্যায় রয়েছে সবুজ-মেরুন শিবির। এই পরিস্থিতিতে কলকাতা লিগের ম্যাচ স্থগিত হয়ে যাওয়া মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষে ভালো। পরের ম্যাচে সিনিয়র দলের কয়েকজনকে খেলাতে পারে সবুজ-মেরুন ব্রিগেড।

টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সবুজ-মেরুন ব্রিগেড

গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর এবারও ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপের শীর্ষে থেকেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন জেসন কামিংসরা। প্রথম ম্যাচে ডাউনটাউন হিরোজ এফসি এবং দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়ান এয়ার ফোর্স ফুটবল টিমকে হারিয়ে দেয় মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা ডার্বি বাতিল হয়ে যাওয়ায় এক পয়েন্ট পায় হোসে মলিনার দল। এবার নক-আউটের লড়াইয়ে সবুজ-মেরুন ব্রিগেড।

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মোহনবাগান সুপার জায়ান্ট

এবারের ডুরান্ড কাপে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে পাঞ্জাব এফসি। তবে মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ মলিনা কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তিনি নিজের দলের ফুটবলারদের উপর ভরসা রাখছে। দল ভালো পারফরম্যান্স দেখিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যাবে বলে আত্মবিশ্বাসী মলিনা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের গ্রুপে প্রতিপক্ষ কোন দলগুলি? জেনে নিন

ফের রক্ষণের গাফিলতি, লাজংয়ের কাছে হেরে ডুরান্ড কাপ থেকে বিদায় ইস্টবেঙ্গলের

তিন প্রধানের কর্তাদের অনুরোধে সাড়া, সল্টলেকেই ডুরান্ড কাপের সেমি-ফাইনাল, ফাইনালের অনুমতি পুলিশের