CFL 2024: ডার্বির টিকিটের হাহাকার! জেনে নিন দাম, অনলাইনে টিকিট মিলবে কখন?
Jul 10 2024, 03:12 PM ISTআর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরই বাংলার হাইভোল্টেজ ডার্বি। আগামী ১৩ জুলাই শনিবার, দুপুর ৩.১৫ মিনিটে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল। আইএফএ জানিয়েছে, এই ম্যাচের সব টিকিটই ছাড়া হবে অনলাইনে।