কলকাতার লাইভ কনসার্টই কেড়ে নিল কেকে-র প্রাণ। এক মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল তরতাজা একটি প্রাণ। আর কোনওদিনই ফিরে আসবে না। তারকা থেকে সঙ্গীতশিল্পী সকলেই তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। কেউই যেন এটা মেনে নিতে পারছেন না। প্রয়াত অভিনেতা ওম পুরীর প্রাক্তন স্ত্রী নন্দিতা পুরী কেকে -র লাইভ পারফরমেন্স আয়োজন করার ক্ষেত্রে কলকাতার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ফেসবুকে লেখেন, এটি পশ্চিমবঙ্গের জন্য লজ্জা। কেকে-কে হত্যা করেছে কলকাতা আর সরকার তাদের দোষ ঢাকতে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানাচ্ছে। ২৫০০ লোকের জায়গায় কীভাবে ৭০০০ জন মানুষ ঢুকে পড়ল। কেন এসি বন্ধ করা হয়েছিল। কেকে প্রচন্ড ভাবে ঘামছেন। তা বারংবার নজরুল মঞ্চের কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। কোনও প্যারামেডিক নেই। নেই কোনও প্রাথমিক চিকিৎসা। কেকে-র মৃত্যুর সিবিআই তদন্ত হওয়া দরকার এবং ততক্ষণ পর্যন্ত বলিউডের বাংলায় অনুষ্ঠান করা বয়কট করা উচিত।