গত এক সপ্তাহে আক্রান্ত ১০০-এর বেশি! ভয়ঙ্কর ভাবে বাড়ছে ডেঙ্গি, দুশ্চিন্তায় চিকিৎসকেরা
ডেঙ্গু থেকে সুস্থ হওয়ার পরেও খুব সাবধানে থাকা জরুরি। কারণ ডেঙ্গু প্লেটলেটের সংখ্যা হ্রাস করতে পারে, যা রক্ত জমাট বাঁধার জন্য অপরিহার্য।
২০১৭ সালে আবিষ্কৃত হয়েছিল এই ডেঙ্গু বিনাশকারী ন্যানো পার্টিকেল। তারপরই এর পেটেন্টের জন্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে আবেদন করেছিলেন ডঃ অনুপম ঘোষ। অবশেষে ছ'বছর পর স্বীকৃতি পেল সেই পেটেন্ট।
শিকাগোতে আমেরিকান সোসাইটি অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিন বার্ষিক সভায় সংস্থার পক্ষ থেকে জানান হয়েছে প্রথম দফায় ডেঙ্গুর ওষুধের পরীক্ষায় ১০ জন স্বেচ্ছাসেবী অংশ নিয়েছিলেন।
কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের (KMC) একজন আধিকারিক জানিয়েছেন যে, গত বছরের একই সময়ের তুলনায় ২০২৩ সালে এখনও পর্যন্ত সবথেকে বেশি ডেঙ্গির ঘটনা ঘটেছে।
শুক্রবার রাত্রিবেলা আক্রান্ত বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করিয়েছিলেন পরিবারের মানুষজন। তিন দিন চিকিৎসা চলার পর সোমবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়।
নবান্নের বৈঠকে এদিন একাধিক দফতরের সচিব ও বিভিন্ন জেলার জেলাশাসকরা উপস্থিত ছিলেন। এদিন বৈঠকে ডেঙ্গি রুখতে একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
ডেঙ্গিতে রাজ্যে সল্টলেক এলাকায় একটি মহিলার মৃত্যু।
ডেঙ্গু জ্বরের কোনও সুনির্দিষ্ট চিকিৎসা নেই, তবে খাদ্যতালিকায় স্বাস্থ্যকর খাবার অন্তর্ভুক্ত করে এই রোগটিকে মারাত্মক হওয়া থেকে রক্ষা করা যায়। আসুন জেনে নেই পরিবারের কারও ডেঙ্গু হলে কী খাবেন আর কী খাবেন না
ডেঙ্গুতে রোগীর রক্তে প্লেটলেটের সংখ্যা দ্রুত কমতে থাকে। প্লেটলেটের অত্যধিক হ্রাস বিপজ্জনক প্রমাণিত হতে পারে। অনেক সময় এর কারণে একজন মানুষ মারাও যায়।