সংক্ষিপ্ত

ডেঙ্গিতে রাজ্যে সল্টলেক এলাকায় একটি মহিলার মৃত্যু।

পশ্চিমবঙ্গে আবার আরও এক রোগী মারা গেলেন ডেঙ্গির প্রকোপে। এ বারের মৃত্যু ঘটল কলকাতার সল্টলেক এলাকায়। মৃতের নাম প্রতিমা মণ্ডল, বয়স ৫২ বছর। তাঁর বাড়ি সেক্টর ওয়ানের সিসি ব্লকে দত্তাবাদ রোডের কাছে।

কয়েক দিন ধরেই ধুম জ্বরে ভুগছিলেন প্রতিমা। অসুস্থ থাকাকালীন ডেঙ্গির বিভিন্ন উপসর্গও দেখা গিয়েছিল তাঁর শরীরে। পরিস্থিতি খারাপ হতে থাকলে সল্টলেকের মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে গিয়ে ভর্তি করিয়েছিলেন পরিবারের মানুষজন।

চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও বুধবার থেকে প্রতিমা মণ্ডলের শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে। বৃহস্পতিবার সকাল আটটা নাগাদ ওই হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি রোগের কথাই উল্লেখ করেছেন চিকিৎসকরা।