রাজ্য বিজেপির সভাপতি হতে পারেন দিলীপ ঘোষ। তেমনই জল্পনা বিজেপির অন্দরে। আরএসএস-এর প্রথম পছন্দ তিনি। দিল্লি গেছে দ্বিতীয় নামও।
দিলীপের ঝটিকা সফর চলছে। কথা বলেছেন দলের নেতা কর্মীদের সঙ্গে। আজ অবশ্য মালদা হয়ে দিলীপ ঘোষ পৌঁছে গেছেন বিজেপির রাজ্যসভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র বালুরঘাটে।
শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই সংবাদ মাধ্যমের কর্মীরা তাঁকে ঘিরে ধরেন। আর সেখানের দিলীপ ঘোষ জানিয়ে দেন তিনি আর সংবাদমাধ্যমেকে কিছু বলবেন না।
শনিবার সকালেই দিলীপ ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে তিনটি শব্দ লিখেছেন। ইংরেজিতে গেরুয়া রঙে দিলীপ লিখেছেন, 'OLD IS GOLD' বাংলা আর কিছুই নয়।
ভোট গ্রহণের আগেই জয়ের ব্যাপারে অত্যান্ত আশাবাদী দিলীপ ঘোষ। এদিন তিনি তৃণমূল কংগ্রেসের সুরেই স্লোগান দেন। তিনি বলেন, 'দল যার যার, ভোটার সব দিলীপ ঘোষের।'
হনুমান জয়ন্তী উপলক্ষ্যে গদা হাতে বেরিয়ে পড়লেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বামেদের বিজেপিকে ভোট দেওয়ার আবেদন।
সোমবার সকাল বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী প্রাতঃভ্রমণের পর একটি চা-তক্রে উপস্থিত ছিলেন। সেখানেই রীতিমত কড়া সুরে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে
বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রচারে বেরিয়েছিলেন ভাতারে। সেখানেই তিনি সাংবদিকদের মুখোমুখি হয়ে বলেন, ১৫ লক্ষ টাকার অপেক্ষা করে অনেকেই তো ওপরে চলে গেল!
দিলীপ ঘোষ বলেছেন, 'ঝড় তো উত্তরবঙ্গে শুরু হচ্ছে ঝড়। ভোট ওই দিক থেকেই শুরু হচ্ছে। বিজেপির ঝড়ও শুরু হচ্ছে। তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে।'
ফের বিতর্কে বিজেপি নেতা দিলীপ ঘোষ। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনের প্রচারে কুরুচিকর মন্তব্যের অভিযোগ উঠেছে।