'আনিসের মৃত্যুতে কাদের লাভ তা তদন্ত করে দেখা উচিত', বলছেন কুণাল ঘোষ
Feb 21 2022, 03:40 AM ISTরবিবার বিকেলে অশোকনগর কল্যাণগড় পুরসভার বনবনিয়া এলাকায় একটি জনসভায় যোগদান করেছিলেন কুণাল। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিস খানের হত্যা প্রসঙ্গে তিনি বলেন, "দোষীদের যথাযথ শাস্তি চাই, পুলিশ রহস্যের সমাধান করবে। পুলিশের পোশাক পরে যারা খুন করতে চায় তাদের উদ্দেশ্য হল পুলিশ আর সরকারকে ভিলেন বানানো।"