'তৃণমূলই তো করেছে, না হলে কেন হঠাৎ এই গঙ্গাস্নান', ভোট পরবর্তী মামলার ইস্যুতে মমতাকে তোপ দিলীপের
Jan 07 2022, 08:47 AM IST'তৃণমূলই তো করেছে। এই জন্যই তো চিন্তা। দিদিমণি গিয়ে গঙ্গাস্নান কেন করেছেন, হঠাৎ গঙ্গাসাগরে', নাম না করলেও এদিন ভোট পরবর্তী হিংসার মামলায় ২১ টি ধর্ষণের অভিযোগের ইস্যুতে তোপ দাগলেন দিলীপ ঘোষ। ঘাসফুল শিবিরকে'মিথ্যেচার'-র আরোপ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।