সংক্ষিপ্ত
আর মাত্র বাকি কয়েকদিন। তারপরই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)।
আর মাত্র বাকি কয়েকদিন। তারপরই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja 2024)।
তার আগে পুজোর বাজারের অবস্থা ঠিক কীরকম? একদিকে যানবাহন, অন্যদিকে মানুষের ঢল। শনিবার এবং রবিবার, দুদিন সন্ধ্যায় গড়িয়াহাট মোড়ে এই দুই দিক সামলাতে রীতিমতো নাজেহাল কলকাতা পুলিশ। মানুষ আটকাতে দড়ির ব্যারিকেড দেওয়া হয়েছে। মানুষের ভিড় আর উৎসাহ জানান দিচ্ছে যে, পুজো আসছে।
উইকএন্ডে হাতিবাগান, গড়িয়াহাট এবং নিউ মার্কেটে পুজোর বাজারের ভিড় বুঝিয়ে দিয়েছে যে, শহরের দখল নিয়েছে উৎসবমুখর আমজনতা। নিউ মার্কেটের হকারদের কথায়, পুজো এসে গেছে, আর বৃষ্টি নেই। ফলে, বাজারে ভিড় হয়েছে। বিক্রিও বেশ ভালোই হচ্ছে। অক্টোবর শুরু হয়ে গেলে বাজার আরও জমবে বলেই মনে করছেন তারা।
অজস্র হকার, ছোট থেকে মাঝারি ব্যবসায়ীদের আপাতত একটাই প্রার্থনা, আবহাওয়া যেন এইরকমই রোদ ঝলমলে থাকে। তবে মিটিং-মিছিল নিয়ে খুব একটা চিন্তিত নন ব্যবসায়ীরা। বাস্তবের ছবি বলে দিচ্ছে, পুজোর কেনাকাটা একটু দেরিতে শুরু হলেও উৎসবে ভাটা নেই।
হাতিবাগানেও এদিন বেশ ভালোই ভিড় ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা, হাতিবাগান এবং গড়িয়াহাটে ভিড় ততই বাড়তে দেখা গেল। বিক্রেতাদের হাঁকডাক আর ক্রেতাদের দর কষাকষিতে বেশ জমে উঠেছে পুজোর বাজার।
উল্লেখ্য, পুজোর আগে হাতে মাত্র দুটি রবিবার। স্বভাবতই, মানুষ চাইছেন কেনাকাটা সেরে ফেলতে। আত্মীয়স্বজন, বন্ধুদের সঙ্গে চুটিয়ে চলছে ঘোরাফেরা। এরপর আর একটি রবিবার রয়েছে। তার আগে গড়িয়াহাট, হাতিবাগান, এবং নিউ মার্কেটের ছবিই বলে দিচ্ছে যে, প্রাথমিকভাবে কিছুটা ধুঁকলেও এই মুহূর্তে পুজোর বাজার বেশ রমরমা।
আর সেই ভিড় শামিল দিতে ব্যস্ত পুলিশ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব আসছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।