ICC World Cup: গিলকে ছাড়াই দল সাজাচ্ছে ভারত, কেমন হতে পারে প্রথম এগারো দেখে নিন...
Oct 11 2023, 12:31 PM ISTঈশান কিষান থাকায় ওপেনারের সমস্যা মিটেছে ঠিকই, কিন্তু ফর্মে থাকা শুবমানকে না পাওয়া দলের জন্য বিরাট ক্ষতি, এ কথা এক বাক্যে সকলেই স্বীকার করছেন। এই ম্যাচেও ওপেনার ঈশানকে ফের দেখা যেতে পারে। তবে দলের অন্দরে অন্য সম্ভাবনাও উঁকি দিচ্ছে।