Independence Day 2023: কেমন ছিল স্বাধীন ভারতের প্রথম সকাল, কী কী আয়োজন ছিল সেদিন, কী কী ঘটনা ঘটেছিল
Aug 15 2023, 11:23 AM IST১৯৪৭ সালের ১৫ আগস্টের সেই সকালটি খুব বিশেষ ছিল, সর্বত্র স্বাধীনতা উদযাপনের পরিবেশ ছিল। বন্দে মাতরম ধ্বনিত হচ্ছিল। মজার ব্যাপার হল ওই দিন মানুষ বাসের টিকিটও কাটতে অস্বীকার করেছিল, তার যুক্তি ছিল বাসটি ব্রিটিশদের নয়, আমাদের।