বিপ্লবীদের অস্ত্র ভাণ্ডার না যাত্রাপালার প্রপস! বালুরঘাটের প্রাচ্য ভারতী স্কুলে উদ্ধার সামগ্রীতে প্রশ্ন
Aug 13 2022, 02:16 PM ISTপশ্চিমবঙ্গের বালুরঘাট শহরের প্রাচ্য ভারতী, সুপ্রাচীন স্কুল বলে এলাকায় এর সুনাম যথেষ্ট। তবে, এই স্কুলেরই ভাঁড়ার ঘর থেকে এমন কিছু পুরনো অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে যা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, স্কুলের কিছু শিক্ষকের দাবি এগুলি অগ্নিযুগের বিপ্লবীদের ব্যবহৃত জিনিস, আবার কারও দাবি এগুলি আসলে নাটকে ব্যবহৃত পপস।