ফের পথের কাঁটা ট্রেভিস হেড, জসপ্রীত বুমরার ৫ উইকেটেও ব্রিসবেনে কোণঠাসা ভারত
Dec 15 2024, 02:36 PM ISTঅ্যাডিলেড টেস্ট ম্যাচে বড় ব্যবধানে হেরে গিয়েছে ভারতীয় দল। ব্রিসবেনেও কি একই ফল হতে চলেছে? রবিবার দ্য গাব্বায় ম্যাচের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়া যেভাবে ব্যাটিং করল, তাতে ভারতীয় দল চাপে।