সংক্ষিপ্ত

শনিবার শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ। ব্রিসবেনের দ্য গাব্বায় প্রথম দিন বৃষ্টির জন্য মাত্র ১৩.২ ওভার খেলা হল।

শনিবার ব্রিসবেনের দ্য গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হল। কিন্তু বৃষ্টির জন্য এদিন প্রথম সেশনের পর আর খেলা সম্ভব হয়নি। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তিনি পরিবেশ-পরিস্থিতির সুযোগ নিতে চেয়েছিলেন। কিন্তু জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপরা উইকেট নিতে পারেননি। এদিন প্রথম সেশনে দু'বার বৃষ্টির জন্য খেলায় বিঘ্ন ঘটে। প্রথমে আধ ঘণ্টা খেলা বন্ধ থাকে। এরপর ফের খেলা শুরু হলে ১৩.২ ওভারের পর বৃষ্টির জন্য আর খেলা সম্ভব হয়নি। প্রথম দিন মাত্র ৮০ বল খেলা হল। দ্য গাব্বায় নিকাশি ব্যবস্থা অত্যাধুনিক বলে দাবি মাঠ কর্মীদের। কিন্তু শনিবার ভারী বৃষ্টি হওয়ার পর আর খেলা শুরু করা সম্ভব হয়নি।

রবিবার কেমন থাকতে পারে ব্রিসবেনের আবহাওয়া?

আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবার ব্রিসবেন টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন সকালেও বৃষ্টি হতে পারে। তবে দিনের বাকি সময়ে আবহাওয়া ভালো থাকতে পারে। সোমবার, মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে তৃতীয়, চতুর্থ দিনের খেলাও বিঘ্নিত হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস সত্যি হলে এই ম্যাচের ফল হওয়া কঠিন।

রবিবার আগেই শুরু খেলা

ব্রিসবেন টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে খেলা শুরু হবে। শনিবার বেশিরভাগ সময়ই খেলা সম্ভব হয়নি। এই কারণেই রবিবার আগে খেলা শুরু করার চেষ্টা করা হবে। রবিবার বৃষ্টির জন্য যদি খেলায় বিঘ্ন না ঘটে, তাহলে ৯৮ ওভার খেলা হবে। যদিও সেই আশা কম। রবিবার প্রথম সেশনের খেলায় বিঘ্ন ঘটতে পারে। বৃষ্টি থামলে দ্বিতীয় ও তৃতীয় সেশনে ভালোভাবে খেলা হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ব্রিসবেনের আবহাওয়া নিয়ে আশঙ্কাই সত্যি হল, গাব্বা টেস্টের প্রথম সেশনেই খেলায় বিঘ্ন

দলে ফিরলেন জাডেজা-আকাশ দীপ, ব্রিসবেন টেস্টে দলে জিতে ফিল্ডিং ভারতের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সর্বাধিক রান, আইপিএল-এর আগে কেকেআর-কে স্বস্তি দিচ্ছেন রাহানে