নাগপুরে প্রথম টেস্ট ম্যাচে খেলার সম্ভাবনা আছে ক্যামেরন গ্রিনের, জানালেন অস্ট্রেলিয়ার কোচ
Feb 04 2023, 11:17 PM ISTএবারের বর্ডার-গাভাসকর ট্রফি শুরু হওয়ার আগে চোট সমস্যায় বিব্রত ভারত-অস্ট্রেলিয়া দুই শিবিরই। চোটের জন্য যেমন ভারতীয় দলে নেই জসপ্রীত বুমরা, ঋষভ পন্থ, তেমনই অস্ট্রেলিয়া দলেও নেই একাধিক ক্রিকেটার।