U19 World Cup 2022: অজি বধ করে ফাইনালে ভারত, পঞ্চমবার বিশ্বজয়ের হাতছানি জুনিয়র টিম ইন্ডিয়ার
Feb 03 2022, 11:34 AM ISTঅনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (ICC U19 World Cup 2022) সেমি ফাইনালে (Semi Final) অস্ট্রেলিয়াকে (Australia) হেলায় হারাল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ম্য়াচে প্রথমে ব্য়াট করে ২৯০ রান করে টিম ইন্ডিয়া (Team India)। শতরান করেন অধিনায়ক যশ ধুল (Yash Dhull)। জবাবে ১৯৪ রানে অল আউট ব্য়াগি গ্রিনরা।