সংক্ষিপ্ত
মাঝে আর মাত্র এক দিন। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। শেষমুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুই দল। নাগপুর টেস্ট ম্যাচের আগে সতর্ক দুই শিবির।
বৃহস্পতিবার নাগপুরে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ। প্রথম টেস্ট ম্যাচে পিচ কেমন হবে, সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে। এ প্রসঙ্গে মঙ্গলবার ভারতীয় দলের সহ-অধিনায়ক কে এল রাহুল বলেছেন, 'পিচ কেমন হবে, সে ব্যাপারে এখনই কিছু বলা কঠিন। আমরা পিচ দেখেছি। আমরা শুধু পিচ দেখতে পারি এবং আন্দাজ করতে পারি উইকেট কেমন আচরণ করতে পারে। ম্যাচের দিন সকালে মাঠে গিয়ে দেখতে হবে পিচ কেমন। তারপর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব আমরা। তিন স্পিনারকে দলে রাখার প্রলোভন সবসময়ই আছে। কারণ, আমরা ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলছি। আমরা ম্যাচের আগের দিন বা ম্যাচের দিন সকালে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।' কয়েকদিন আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছে, এই সিরিজে স্পোর্টিং উইকেট বেছে নিতে পারে। কারণ, অস্ট্রেলিয়া দলেও একাধিক ভালোমানের স্পিনার আছেন। তাঁরা ভারতের ব্যাটারদের সমস্যায় ফেলে দিতে পারেন। সেই কারণেই উইকেট নিয়ে এখনও সংশয় রয়ে গিয়েছে।
সম্প্রতি সীমিত ওভারের ফর্ম্যাটে অসাধারণ ফর্মে শুবমান গিল। তিনি কি টেস্টে ওপেন করবেন? এ প্রসঙ্গে রাহুল বলেছেন, 'আমরা এখনও চূড়ান্ত একাদশ ঠিক করিনি। এই সিদ্ধান্ত নেওয়া কঠিন। দলে যারা আছে তারা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। দলে কয়েকটি বিভাগে সুযোগ পাওয়ার দাবিদার একাধিক ক্রিকেটার। আমরা সে ব্যাপারে আলোচনা চালাচ্ছি। সংশ্লিষ্ট ক্রিকেটারদের নিয়েও কথা হচ্ছে।'
তিনি নিজে কোথায় ব্যাটিং করবেন? এই প্রশ্নের জবাবে রাহুল বলেছেন, 'আমাকে যদি টপ অর্ডারে ব্যাটিং করার বদলে মিডল অর্ডারে ব্যাটিং করতে হয়, তাহলে খুশিই হব। আমি দেশের হয়ে যতটুকু খেলার সুযোগ পেয়েছি সবসময় দলের কথা ভেবেই খেলেছি। দল আমাকে যখন যা করতে বলেছে আমি সেটাই করার চেষ্টা করেছি। আমি সেভাবেই প্রস্তুতি নিয়েছি এবং দলের জন্য নিজের সেরাটা দিতে চেয়েছি। এখানে যদি দল আমাকে মিডল অর্ডারে ব্যাটিং করতে বলে তাহলে সেটাই করব।'
রাহুল আরও বলেছেন, ‘ভারতের মাটিতে সবসময়ই রিভার্স স্যুইংয়ের বড় ভূমিকা থাকে। আমরা অতীতে সেটা দেখেছি। যে দলে ভালো ফাস্ট বোলার থাকে সেই দল রিভার্স স্যুইং কাজে লাগাতে পারে। এই ধরনের পিচে রিভার্স স্যুইং বিপজ্জনক হয়ে উঠতে পারে। আমরা গত ১০ দিনে রিভার্স স্যুইংকে কাজে লাগানোর চেষ্টাই করেছি। আশা করি ম্যাচের সময় আমাদের বোলাররা রিভার্স স্যুইং আদায় করতে পারবে।’
আরও পড়ুন-
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চের
কেরিয়ারের তৃতীয় টেস্টেই দ্বিশতরান, ক্যারিবিয়ান ক্রিকেটে আরও এক চন্দ্রপলের উত্থান
ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয় অ্যাশেজের চেয়েও বড়, বলছেন স্মিথ-ওয়ার্নার